প্রকাশিত: Wed, Dec 6, 2023 10:17 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:31 AM

[১]১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি [২]১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগি আজকালের মধ্যেই: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়ে বলেন, সব জায়গায় স্বতন্ত্র মিলিয়ে অনেক প্রার্থী দাঁড়িয়ে গেছেন। ১৪ দলের সঙ্গে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে। তাড়া-তাড়ি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

[৪] ভিন্ন আরেক কর্মসূচিতে ১০ ডিসেম্বর দলীয় সমাবেশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করে আমাদের সমাবেশের অনুমতি দেয়নি ইসি। নির্বাচনী বিধির বাইরে আমরাও যেতে চাই না।

[৫] মঙ্গলবার রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। 

[৬] ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠকটা আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক বিষয় অনেক বেশি। রাজনৈতিক গুরুত্বটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঝেমধ্যে ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠক হয়, গতকালও(সোমবার) হয়েছে। রাজনৈতিক আলোচনা বেশি হয়েছে। আজকে দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়বে বলেন ওবায়দুল কাদের। 

[৭] ১৪ দলের জোটের আসন প্রত্যাশা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটের প্রত্যাশা কত, আর তারা পাবে তার বাস্তবতা কত, দুইটা মিলেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের কিছু হয়তো নৌকায় করবে, কিন্তু তাদের অন্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবে।

[৮] আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের সমাবেশ ঢাকা জেলা পার্টি অফিসে করবো এমন সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের বলেন। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে আওয়ামী লীগ কাজ করছে। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়। একেবারেই ত্রুটিমুক্ত বা পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও রয়েছে বলে আমাদের জানা নেই। 

[৯] হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদের গণতন্ত্রের রাজপথের এক অকুতোভয় বীর। গণতন্ত্রই ছিল তার সারা জীবনের ব্রত বলে মন্তব্য করেন কাদের।   

[১০] এ সময় ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইকবাল খান